ভারতে পাচারের সময় বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে স্বর্ণের চোরাচালানটি জব্দ করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের বড় স্বর্ণের চালান দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা