ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বরগুনা সদর উপজেলায় দুলাল মাতুব্বর (৫৫) নামে এক কৃষকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী গ্রামে দুলাল মাতুব্বরের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
দুলাল বদরখালী গ্রামের মৃত কদম মাতুব্বরের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
দুলালের প্রতিবেশীরা জানায়, এনজিও,সমিতি ছাড়াও স্থানীয়দের কাছ থেকে ঋণের টাকা নেন দুলাল। ঋনের টাকার জন্য ঋণদাতারা চাপ দিলেও টাকা পরিশোধ করা নিয়ে পরিবারে কলহ দেখা দেয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহম্মেদ জানান, দুলাল গাছের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল