বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা হলেন-রাকিবুজ্জামান ওরফে দিপু, হাবিবুর রহমান ওরফে আবু বকর সিদ্দিক, আশিক হোসেন ওরফে মো. আশিকুর, সৈয়েদুল ইসলাম খোকন, আব্দুল্লাহ, মুশারেফ হোসেন ওরফে ঘেনা ও রাসেল। এদের বাড়ি বেনাপোল পোর্ট থানার সাদিপুর, কাগমারী, দিঘীরপাড়, শিকড়ী ও দক্ষিণ বারপোতা এলাকায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতার আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই