ভয়ঙ্কর হয়ে উঠেছে রংপুরে তারাগঞ্জের মহাসড়ক। সড়ক দুর্ঘটনায় নিহত কিংবা আহত হলে তদন্ত কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট থানায় মামলা হয় কিন্তু মামলার নিস্পত্তি সহজে হয় না। গত ৫ মাসে তারাগঞ্জের সড়কে কম পক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহতও হয়েছেন শতাধিক। সর্বশেষ দুর্ঘটনায় ঘটেছে মঙ্গলবার সকাল ৮টার দিকে। দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের কালাম হোসেন (৪০), একই জেলার পার্বতীপুরের সোনাপুকুর বানিয়াপাড়ার মুসলিম মিয়া (৩৮)। রংপুরে পীরগঞ্জের সানের হাট এলাকার মৃত কাশেম আলীর ছেলে শাহাবুল ইসলাম(১৫)। এঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পৃথক পৃথকভাবে মামলাও হয়েছে।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তারাগঞ্জের বিভিন্ন পয়েন্টে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। গত ৪ সেপ্টেম্বর রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে এক চালকসহ ৯ জন মারা যান। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। ১১ সেপ্টেম্বর ভোরে অ্যাম্বুলেন্স-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে ১ নবজাতকসহ ৪ জন নিহত হন এবং আহত হন আরও ৪ জন। ২৮ সেপ্টেম্বর তারাগঞ্জে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোরিক্সার যাত্রী এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। ৪ অক্টোবর নিহত হন ৩ জন। ১৯ ডিসেম্বরে নিহত হন ৫ জন। এসব দুর্ঘটনায় পৃথক পৃথকভাবে মামলা দায়ের হলেও একটি মামলারও নিস্পত্তি হয়নি। তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট খুব কমই আলোর মুখ দেখেছে। পুলিশের একটি সূত্র বলেছে সাক্ষিসহ অন্যান্য কারণে এসব মামলা প্রায় গতিহীন।
ওই পথে নিয়মিত যাতায়াতকারি কয়েকজন যাত্রীর সাথে কথা হলে তারা আতঙ্কিত বোধ করে জানান, জীবন জীবীকার তাগিদে প্রায়ই ওই পথ দিয়ে যেতে হয়। তারাগঞ্জের সীমানায় বাস এলে উদ্বেগ বেড়ে যায়।
তারাগঞ্জে দুর্ঘটনা রোধে রংপুর সড়ক ও জনপথ বিভাগ গাড়ির গতি কমানোর জন্য সেতুর দুই দিকে তিন স্থানে ওই রাম্বল স্ট্রিপ তৈরি করেছে। খারুভাজ সেতুটি পশ্চিম দিকে ৭০ মিটার পরপর দুই স্থানে এবং পূর্ব দিকে ৭০ মিটার দূরে এক স্থানে রাম্বল স্ট্রিপ তৈরি করা হয়েছে। প্রতিটি রাম্বল স্ট্রিপে ১ ফুট পরপর ৫টি বিট করা হয়েছে। সেগুলোর পাশে সাদা রং দেওয়া হয়েছে। পশ্চিম পাশে ৭০ মিটার পর্যন্ত গাইড পোস্ট বসানো হয়েছে। এছাড়া ‘সামনে গতিরোধক, ধীরে চলুন’ লেখা তিনটি সাইনবোর্ড লাগানো হয়েছে সেতুর দুই পাশে। ফলে ওইস্থানে দ্রুতগামী যানবাহন গতি কমিয়ে সেতু পার হচ্ছে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, আমরা প্রতিটি ঘটনায় মামলা করি। এ বিষয়ে আর কিছু বলা সম্ভব না বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএ