বাগেরহাটের মোরেলগঞ্জে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মাঠে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল চারটি বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস করেন।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় ও শরণখোলা কোস্ট গার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদ রক্ষা ও এর বংশ বৃদ্ধির জন্য বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে মঙ্গলবার মোরেলগঞ্জের পানগুছি ও বাগেরহাটের দড়াটানা নদীতে কোস্ট গার্ডের সহায়তায় অভিযান চালিয়ে মৎস্য কর্মকর্তারা এসব জাল জব্দ করেন।
বিডি প্রতিদিন/এমআই