মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আজ মঙ্গলবার নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার করেছে। ইটখোলা বাজার টিটিসি কেন্দ্রের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসির বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ খোরশেদ আলম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আরশাদুল হক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রশিক্ষক মাহফুজুর রহমান।
এ সময় জেলা প্রশাসক আবু নাসির বেগ বিভিন্ন ট্রেডের শতাধিক প্রশিক্ষণার্থীদের এই সেমিনারের মাধ্যমে ২ মাসের কারিগরি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষাণা করেন।
বিডি প্রতিদিন/এএ