বাগেরহাটের ফকিরহাটে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ফসল চাষাবাদের ওপর এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফকিরহাট উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোতাহার হোসেন, অতিরিক্ত উপ পরিচলাক মো. আব্দুস সামাদ প্রমুখ।
বক্তারা বলেন, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির সঠিক ব্যবহার করে চাষীরা লাভবান হতে পারে। কখন কোন সময় কোন ফসলের কিভাবে আধুনিক চাষাবাদ করতে হবে, তার সঠিক জ্ঞান অর্জন করা জরুরি।
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৩০ জন চাষি অংশ নেন। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল