জয়পুরহাটে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাতে জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ সময় প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বু মিয়া নুরু, অর্থ সম্পাদক রাহাত হোসেন জনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ