রাজশাহীর পবা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে পবা উপজেলার ডাঙ্গেরহাট মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সেখানে কর্ণহার থানা পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করছে। তবে তাৎক্ষণিকভাবে সড়ক দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রাজশাহী কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিকালে ডাঙ্গেরহাট সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপরে ছিটকে পড়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত হতাহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। বর্তমানে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ শনাক্ত এবং পরিবার কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/বাজিত