বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে প্রথমবারের মতো আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে খালিয়াজুরী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
সম্প্রতি নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অজিত বরণ সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় আড়াই হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেন সাজ্জাদুল হাসান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই