সাংবাদিকদের অংশগ্রহণে জয়পুরহাটে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায় জাকস ফাউন্ডেশন সভাকক্ষে এর আয়োজন করেন ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী; সংস্থাটির ডিভিশনাল ম্যানেজার সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাসনা জাহান। কর্মশালায় জেলায় কর্মরত জাতীয় পর্যায়ের ২৫ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ