শেরপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র্যালি, আলোচনা সভা ও মোনাজাত।
মঙ্গলবার সকালে শহর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। সকালে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টর চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে দলীয় কার্যালয়ে শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ ফখরুল মজিদ খোকন, পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের সঞ্চালনায় কর্মসূচিসমূহে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, বশিরুল ইসলাম সেলু, আলহাজ আসাদুজ্জামান রওশন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, আব্দুল্লাহ আল মামুন, শামীম হোসেন, বিনয় কুমার সাহা, জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ নাজমুল ইসলাম সম্রাট, সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল