জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভালুকায় যুবলীগের উদ্যাগে প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার কাঠালী এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের আয়োজনে ওই কম্বল বিতরণ করা হয়।
এসময় ৫শত প্রতিবন্ধি ও অসহায় শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ