নোয়াখালীতে আড়াই হাজার শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহারের কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
মঙ্গলবার সকালে পৌরসভা প্রাঙ্গণে নোয়াখালী পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যহা খান সোহেলের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য। শীত যতদিন থাকবে এ কার্যক্রম চলমান থাকবে। সরকারের পাশাপাশি বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/এমআই