মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের তেলিরবিল এলাকায় পুকুর থেকে ডুবন্ত অবস্থায় অন্তর (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তেলিরবিল পূর্বপাড়া মসজিদ সংলগ্ন পুকুরের উত্তর পাশে ডুবন্ত অবস্থায় যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহত অন্তর (২০) বনিক্ষ্যাপাড়া এলাকার মো. সোহেল মিয়ার ছেলে। তারা পঞ্চসারের আদারিয়াতলা এলাকায় নানীবাড়িতে থাকতেন। অন্তরের মা সৌদি আরব প্রবাসী। অন্তরের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মারামারি ও মাদকের একাধিক মামলা ছিলো বলে জানিয়েছে পুলিশ। তবে অন্তর কিভাবে মারা গেল তা বলতে পারছে না পরিবারের সদস্যরা বা পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম