বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দিনাজপুরে দোয়া মাহফিল, মাদক বিরোধী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনাজপুর শহরের পুলহাটে দারুল কুরআন কালুপীড মাদ্রাসায় বি.এম সাবাব ফাউন্ডেশন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওয়াজ।
মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের ইন্সপেক্টর রায়হান আহাম্মেদ খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন বিএম সাবাব ফাউন্ডেশনের চেযারম্যান বিএম মুহিবুল ইসলাম (সাবাব), কালুপীড মাদরাসার মুহতামিম আবুল কাশেম, বিএম সাবাব ফাউন্ডেশনের সদস্য শাফিউল কবির চৌধুরীসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ