ঝিনাইদহের চাঞ্চল্যকর সুবীর দাস হত্যা মামলার পলাতক আসামী মিঠুন দাসকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুুপুরে যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে করে র্যাব-৬ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামী শহরের চালকলাপাড়া এলাকার বিমল দাসের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চাঞ্চল্যকর সুবীর দাস হত্যা মামলার অন্যতম মিঠুন দাস যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল এলাকায় আত্মগোপন করে রয়েছে। এসময় র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে স¤পৃক্ততার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরো জানান, শহরের চাকলাপাড়া এলাকায় জমিজমা বন্টনের বিষয়কে কেন্দ্র করে গত ৪ অক্টোবর আসামী মিঠুন দাস ও তার সহযোগী অন্যান্য আসামীদের সাথে ভিকটিম সুবীর দাসের পিতা সত্যপদ দাসের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আসামী সুনীল দাস তার হাতে থাকা সেভেন গিয়ার চাকু দিয়ে ভিকটিম সুবীর দাসের পিঠে আঘাত করে গুরুতর জখম করে। সেসময় আসামীরা ভিকটিমের পিতা, মাতা ও চাচাকেও চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমসহ অন্যান্য আহতদের চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সুবীর দাসকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম