কুড়িগ্রামে তৃতীয় দিনের মত অব্যাহত রয়েছে মৃদু শৈত্য প্রবাহ। তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত কুড়িগ্রামের বিভিন্ন এলাকার জনজীবন। রাতের তাপমাত্রা কমে গেলেও দিনে কিছুটা বাড়ে। তবে প্রচণ্ড ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
গত কয়েকদিনে জেলার তাপমাত্রা কমায় ঠাণ্ডার মাত্রা দ্বিগুণ হারে বেড়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল ৯ টায় জেলার তাপমাত্রা ৮ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড শীতের কারণে নিম্ন আয় এবং খেটে খাওয়া শ্রমজীবি মানুষ পড়েছেন বিপাকে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ঘণ্টায় জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ২৫জন।
বিডি প্রতিদিন/নাজমুল