ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মরণে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর থেকে একটি র্যালি বের করা হয়, র্যালি শেষে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডীন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ