ময়মনসিংহের ভালুকা উপজেলায় অসহায় শিক্ষার্থী ফয়সাল আহাম্মেদের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা এম এ ওয়াহেদ। উপজেলার আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখায় গতবছর এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ফয়সাল। সে স্কোলিওসিস রোগে আক্রান্ত (মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া)।
ফয়সালের মেরুদণ্ড অপারেশনের জন্য আওয়ামী লীগ নেতা এম এ ওয়াহেদ মঙ্গলবার দুপুরে দুই লাখ টাকা অনুদানের চেক প্রদান করেন। ফয়সাল উপজেলার আংগারগারা গ্রামের শাহজাহানের ছেলে।
ফয়সাল দীর্ঘ চার বছর যাবৎ এ রোগে ভুগছিলেন। দরিদ্র বাবা শাহজাহান অর্থাভাবে তার চিকিৎসা করাতে পারেননি। এখন মানুষের সহযোগিতায় অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপারেশন করতে ৫ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন ফয়সালের পরিবার।
এম এ ওয়াহেদ বলেন, এমন একটি মেধাবী ছেলে টাকার জন্য চিকিৎসা করতে পারবে না, এটা হতে পারে না। আমি দুই লাখ টাকা অনুদান প্রদান করেছি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে দরিদ্র পরিবারটি উপকৃত হবে।
বিডি প্রতিদিন/এমআই