জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুরে গণসমাবেশ, আলোচনা সভা, গণআলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নে মরিয়ম ভিলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব নজিব আহমেদ।
কৃষক লীগ নেতা মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো: মোতাহার হোসেন মোল্লা, বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টামÐলীর সদস্য আলম আহমেদ, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল আনিছুর রহমান আরিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন।
এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়ের বিভিন্ন দুর্লভচিত্র নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো: মোতাহার হোসেন মোল্লা ৭ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানের আয়োজক ও মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দুর্লভ ২৬৬টি স্থির চিত্র এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। তিনি বলেন, এসব চিত্র থেকে গাজীপুরসহ পার্শ্ববর্তী জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি অজানা অনেক তথ্য ও বিষয়ে জানতে পারবেন, উপলব্ধি করতে পারবেন।
বিডি প্রতিদিন/এএম