রাজবাড়ীতে বিভিন্ন চায়ের দোকানে বসে আওয়ামী লীগকে নিয়ে মিথ্যাচার করছে বিএনপি-জামাতের নেতাকর্মীরা। পরিকল্পিতভাবে তারা এসব করছেন। এসব দোকানে বসে সাধারণ মানুষ তাদের মিথ্যাচার শুনে বিভ্রান্ত হচ্ছেন। তাই এসব চায়ের দোকান দখল করতে নেতাকর্মীদের নিদের্শ দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের আমলে দেশে কোনো উন্নয়ন করে নাই। বর্তমানে তাঁরা দেশে-বিদেশে বসে মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছেন। আওয়ামী লীগ সরকার পদ্মাসেতু, মেট্রোরেল, ট্যানেলসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তাবায়ন করে যাচ্ছে। এসব আড়াল করে বিএনপির নেতাকর্মীরা ভিন্ন বিষয় নিয়ে মিথ্যাচার করছেন। এগুলোর জবাব দিতে চায়ের দোকান দখল করতে হবে। তাদের কথার জবাব দিতে হবে। তাদের সময়কালের উন্নয়ন কর্মকান্ড ব্যবহার করে বাড়ি যাওয়ার পরামর্শ দিতে হবে। দেখবেন রাস্তা খুঁজে পাবে না।
তিনি আরো বলেন, এক ইঞ্চি রাস্তা তারা করতে পারেনি। হাতুড়ি বাহিনী আর সন্ত্রাসী কর্মকান্ড ছাড়া তাদের কোনো অর্জন নাই। আমাদের নেতাকর্মীদের জেগে উঠতে হবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব নেতাকর্মীরা বুঝতে পেরেছেন। সেই কারণে আজকের আলোচনা সভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবেলা করে রাজবাড়ীর দুইটি আসন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উপহার দিতে হবে।
আলোচনা সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহম্মদ আলী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল