রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের পাশে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। মঙ্গলবার রাতে রোড রেলস্টেশনে গিয়ে সেখানে থাকা শীতার্ত মানুষদের মধ্যে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
স্টেশনে ঘুমিয়ে আছেন আয়শা বেগম বলেন, অনেক মানুষের কাছে গিয়েছি, কেউ আমাকে একটা শীতবস্ত্র দেয়নি। বরং ফিরিয়ে দিয়েছে। কিন্তু রাতের আঁধারে ডিসি স্যার আমাদের এখানে এসে কম্বল পড়িয়ে দিয়েছেন। আমরা খুশি সকলে। আজ রাতে শান্তিতে ঘুমাতে পারব।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে খুব শীত পড়েছে আমাদের জেলায়। সেজন্য রাতে পৌর শহরের স্টেশনে আমি এসেছি আজ কম্বল নিয়ে। আমি শুনেছিলাম এখানে অনেকেই থাকেন। যেখানে আমরা ঘরে থেকেই শীত সহ্য করতে পাড়িনা, সেখানে এসব লোকেরা খোলা স্থানে থাকেন। তাদের কথা ভেবেই আমি শীতবস্ত্র নিয়ে গিয়ে বিতরণ করেছি। এই কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এবার এ জেলার জন্য ২৮ হাজার কম্বল বরাদ্দ এসেছে। তা ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হচ্ছে। এ বরাদ্দ চাহিদার তুলনায় অপ্রতুল তাই আরও ২০ হাজার কম্বল ও ২০ লক্ষ টাকা শীতবস্ত্রের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়াও এর পাশাপাশি বেসরকারি সংস্থা এবং ধনাঢ্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল