ঘোড়াঘাট-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঘোড়াঘাটে ইট বহনকারী ট্রলির চাপায় সিফাত নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ঘোড়াঘাট-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার পাঁচপীর ত্রিমোহনী ব্রিজ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত (৫) ঘোড়াঘাট পৌর এলাকার পাচঁপীর গ্রামের রানা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী হোসেনপুর ইউনিয়নের একটি ইট ভাটা থেকে ইট নিয়ে বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রলি ঘোড়াঘাট পৌর এলাকার পাঁচপীর এলাকায় পৌঁছে। এ সময় শিশুটি বাড়ি থেকে খেলার জন্য রাস্তায় উঠলেই ট্রলিটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ট্রলিটি রাস্তার পার্শ্বে ইটসহ উল্টে পড়ে গিয়ে ট্রলির চালক খাইরুল আহত হয়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম