সাতক্ষীরায় দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথি হিসেবে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কর্মশালা, প্রবন্ধ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলা একাডেমির সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মেলা শুরু হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জোহরা খাতুন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু ও বাংলা একাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই