মুন্সিগঞ্জ সদরে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে স্ত্রী কাজলী আক্তারকে (২০) ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বুধবার সকালে সদর উপজেলা মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আশংকাজনক অবস্থায় কাজলী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে স্বামী মো. শান্ত (২২) পলাতক রয়েছেন।
জানা গেছে, স্বামী শান্ত টেঙ্গর এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং তার স্ত্রী কাজলী একই এলাকার জামাল হোসেনের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. তারিকুজ্জামান। তিনি জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার পরই স্বামী শান্ত পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক