সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিমের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের আয়োজনে বুধবার সকালে প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, আনিসুর রহিমের স্ত্রী সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা জামান, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জি, প্রয়াত আনিসুর রহিমের ভাই আমেরিকা প্রবাসী আশরাফ রহিম, ডা. আশিকুর রহিম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মুস্তাফিজুর রহমান উজ্জলসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/এমআই