পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার পাবনা জেলায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ১০ জানুয়ারি ৮ ডিগ্রি সেলসিয়াস, ৯ জানুয়ারি ৯ ডিগ্রি সেলসিয়াস, ৮ জানুয়ারি ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
গত কয়েকদিন ধরে পাবনা জেলাসহ উত্তরের জেলা গুলিতে মৃদু শৈত্যপ্রবাহ চলছিল। পাবনার তাপমাত্রা প্রতিদিনই ওঠা-নামা করছে। পাবনা জেলায় বর্তমান মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এই শৈত্যপ্রবাহে পাবনায় মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বুধবার দিনের বেলাতেও বিভিন্নস্থানে খড়কুটো জ্বালিয়ে সাধারণ মানুষকে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে পাবনায়। আগামী দু’একদিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল