জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে অংকন প্রতিযোগিতার পর জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এ সময় জেলা তথ্য অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত গুণিজন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, বীরপ্রতীক আব্দুল হাই সরকার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ। পরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ তিনটি গ্রুপে ৬ জন বিজয়ীকে ও কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিশেষ শিশু প্রত্যাশা ব্যানার্জিকে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ