রাঙামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আন্দোলনকারী শহীদ মনিরের নামে হলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয়ারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মো. হাবীব আজমের সভাপতিত্বে এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি কাজী মোহাম্মদ জালোয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার প্রচার সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটিতে স্থাপিত না করার জন্য চরম বিরোধিতা করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস ও পাহাড়ি ছাত্র পরিষদ। ডাক দেওয়া হয় হরতালের। তবুও বিশ্ববিদ্যালয় উদ্বোধনস্থলে যাওয়ার জন্য পায়ে হেঁটে আনন্দ যাত্রা শুরু করেন স্থানীয়রা। এসময় চলে জেএসএসের হামলা। এতে নিহত হন আন্দোলনকারী মনির হোসেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও হত্যার বিচার পায়নি তার পরিবার। তার আত্মত্যাগের জন্য মনির হোসেন নামে একটি হল নামকরণের দাবি জানান স্থানীয়রা।
বিডি প্রতিদিন/এমআই