বাংলাদেশে পাঁচদিনের সফর শেষে নিজ দেশে ফিরলেন ভারতীয় ৩৪ জনের সাংবাদিকদের প্রতিনিধি দল। বুধবার দুপুরে আখাউড়া চেকপোস্ট দিয়ে তারা নিজ দেশ ভারতে ফিরে গেছেন। চলতি মাসের ৬ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত বাংলাদেশের দর্শনীয় এলাকা পরিদর্শন করে এই ভারতীয় সাংবাদিক দল।
আখাউড়া চেকপোস্টে ভারতীয় সাংবাদিক প্রতিনিধি দলটিকে বিদায় অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার মো. আব্দুল জলিল, সিনিয়র তথ্য অফিসার আশরোফা ইমদাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউসার, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি দুলাল ঘোষ ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ স্বপন চন্দ্র দাস।
ভারতীয় ৩৪ জন সাংবাদিকদের প্রতিনিধি দলটি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে ঢাকায় আসেন। সাংবাদিকদের প্রতিনিধি দলটি পদ্মা সেতু, ঢাকা, কক্সবাজার, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
ভারতের আসামের সিনিয়র সাংবাদিক প্রশান্ত রাজ গুরু বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা দেখে আমরা অভিভূত। এ উন্নয়নে বাংলাদেশের দেশের জনগণের আশা পূরণ হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিশ্ব দরবারে আরো মাথা উঁচু করে দাঁড়াবে। ভারতসহ আসামের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরো বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি।
বিডি প্রতিদিন/এমআই