ভোলার চরাঞ্চলের মানুষদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে মেঘনা নদীর মধ্যবর্তী চরে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হচ্ছে।
বুধবার দুপুরে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে কোইকাথর কান্ট্রি ডিরেক্টর মিস আন দো’র নেতৃত্বে একটি টিম ভোলার সদর উপজেলার কাচিয়া মাঝের চর পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক (প্লানিং) মো. জিয়াউল হাসান, ভোলার কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিবসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে কোইকা টিমের সঙ্গে জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী চৌধুরী ভোলার বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
বিডি প্রতিদিন/এমআই