জয়পুরহাটে প্রায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। গত রাতে কাশিয়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নওগাঁর পত্নীতলার ঘোষনগর গ্রামের নবীর উদ্দীনের ছেলে নুর নবী ও ক্দ্দুুস আলীর ছেলে সাদেকুল ইসলাম।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, অভিযুক্ত দুজনই দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে জড়িত ছিলেন। গত রাতে তারা কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা নিয়ে জয়পুরহাট থেকে পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথে কাশিয়াবাড়ি এলাকায় র্যাব অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে
বিডি প্রতিদিন/এএ