নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক প্রবাসীর মালামাল লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার ভুক্তভোগী প্রবাসী আরিফ হোসেনের বাড়ির কেয়ার টেকার মো. মিজানুর রহমান (৪২) বাদী হয়ে অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি ভোরে প্রবাসী আরিফ হোসেনসহ তার কেয়ার টেকার মিজানুর রহমান সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকায় পৌঁছানোর সাথে সাথে ডিবি পুলিশ পরিচয়ে একটি ডাকাত দলের সদস্যরা তাদের বহন করা গাড়ি গতিরোধ করে তাদের এলোপাতাড়ি মারধর করে। তাদের কাছ থেকে নগদ অর্থসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা।
বিডি প্রতিদিন/এএম