রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তালতলা মোড়ে বাসচাপায় মো. আফজাল (৬০) নামে এক নৈশপ্রহরী মারা গেছেন। বুধবার সাড়ে ৬টার দিকে বাসচাপায় তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আফজাল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন রাজবাড়ীর তলতলা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নৈশপ্রহীর হিসাবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যার পর আফজাল রাস্তার বাম পাশ থেকে ইউটার্ন নিয়ে ডানে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে শনাক্ত করে চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        