কুড়িগ্রামে জেলা পর্যায়ে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জেলা স্টেডিয়ামে শুক্রবার সকাল সাড়ে ১১টায় এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো: মিনহাজুল ইসলাম।
এসময় জেলা শিক্ষা অফিসার মো: শামছুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দীন, পৌর মেয়র মো: কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার জহুরুল হক প্রমুখ।
উদ্বোধনী দিনে অতিথিগণ ক্রিকেট ব্যাট হাতে নিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করে খেলার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল