মা ভারতীয় নাগরিক। দুই মেয়ে বাংলাদেশের। বার্ধক্যজনিত কারণে মায়ের মৃত্যু হয়েছে। এরপর শেষবারের মতো মায়ের মরদেহ দেখার আবেদন করেন সন্তানরা।
বিজিবি-বিএসএফ’র যৌথ উদ্যোগে মাকে শেষ দেখার ব্যবস্থা করা হয়। শুক্রবার বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তের ৯৩ নম্বর পিলারের কাছে শূন্যলাইনে লাশ দেখানো হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, শুক্রবার ভারতের নদীয়া জেলার হাটখোলা গ্রামের মৃত আবদার আলীর স্ত্রী মোছা. ফজিলা খাতুন (৭০) বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। ভারতীয় এই নাগরিকের ছেলেমেয়ে ও আত্মীয়-স্বজনরা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশে বসবাসকারী ছেলেমেয়েসহ আত্মীয়-স্বজন লাশ শেষবারের মতো দেখতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফ’র সমন্বয়ে মানবতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বিকালে সীমান্তের ৯৩ নম্বর পিলারের শূন্যলাইনে সৌহার্দ্য ও শান্তিপূর্ণভাবে লাশ দেখানো হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ