টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ইজতেমার দ্বিতীয় পর্বে তাবলীগ জামাতের আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
যারা মারা গেছেন তাদের নাম পরিচয় মিলেছে। তারা হলেন- গাইবান্ধার মৃত শুকর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) এবং ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৬০)।
দ্বিতীয় পর্বের ইজতেমার মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম জানান, বাদ মাগরিব এ দুই মুসল্লির মৃত্যু হয়। যে তিনজন এখন পর্যন্ত মারা গেছেন, কারণ ছিল বার্ধক্যজনিত।
এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে তিনজন মুসল্লি মারা গেলেন। এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় বরগুনা থেকে ইজতেমায় যোগ দিতে আসা আব্দুল আলীর ছেলে বৃদ্ধ মফিজুল ইসলাম (৭৫) মারা যান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ