ময়মনসিংহের ফুলপুরে বিট পুলিশিং সমাবেশ, পৌর এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, সিংহেশ্বর ইউনিয়নে ফ্লাড সেন্টার উদ্বোধন ও গ্রাম পুলিশের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় ফুলপুর থানার আয়োজনে উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
এসময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার সভাপতিত্বে ও ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, ফুলপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ