সুনামগঞ্জ শহরের জামতলা আবাসিক এলাকার একটি বাসা থেকে প্রাইমারি স্কুলশিক্ষার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সোনালী পাল (৩১) নামের ওই শিক্ষিকার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্বজনরা জানান, এক কক্ষ বিশিষ্ট ওই বাসাতে ভাড়া থাকতেন সোনালী। তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। উপজেলার ছাবিলাখাই গ্রামের নিবারণ পালের মেয়ে সোনালী।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, রবিবার শিক্ষিকা সোনালী পাল স্কুলে না যাওয়ায় তাকে ফোন দেন স্কুলের প্রধান শিক্ষক। বার বার ফোন দেওয়ার পরও রিসিভ না করায় স্বজনদের বিষয়টি জানান তিনি। দুপুরের দিকে স্বজনরা এসে দরাজায় ডাকাডাকি করলে ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন তারা। পুলিশ গিয়ে দরজা খুলে কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম