দিনাজপুরে ১০০ বোতল ফেন্সিগ্রিপসহ মাসুদ রানা নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউপি থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউপির আইহাই গ্রামের আবদুল হামিদের ছেলে।
মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলার উপপরিচালক শাহনেওয়াজ বিষযটি নিশ্চিত করে জানান, আটক মাসুদের বাড়ি সীমান্তবর্তী হওযায় দীর্ঘদিন ধরে মাদক চালান দিনাজপুরে আনছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলার ইন্সপেক্টর রায়হানা আহমেদ খানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিগ্রিপসহ তাকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ