পাহাড়ি গণেশ্বরী নদীর অবৈধবালু উত্তোলনের দায়ে নেত্রকোনার কলমাকান্দায় দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার লেংগুরা ইউনিয়নের রানীগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. নুরুজ্জামান (২২) ও কান্দাপাড়া গ্রামের আছর আলীর ছেলে বাবুল মিয়া (২০)।
রবিবার সন্ধ্যায় নদী এলাকায় অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম। তিনি অবৈধ বালু উত্তোলনে দুইজনকে সাজা দেন।
জানা গেছে, নুরুজ্জামান ও বাবুল মিয়া উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে লরি গাড়ি দিয়ে পরিবহন করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যায় ঘটনাস্থলে হাজির হয়ে নুরুজ্জামান ও বাবুল মিয়াকে এ দন্ড দেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও আবুল হাসেম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে নুরুজ্জামান ও বাবুল মিয়াকে এ দন্ড দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম