খাগড়াছড়িতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার জেলা শহরের মুসলিম পাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া প্রধান অতিথি হিসেবে এলাকায় অস্বচ্ছল, অসহায়, দুঃস্থ ৩শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, পার্বত্য জেলা পরিষদের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। কোনো মানুষ যাতে ক্ষুধায়, দারিদ্রতায় ও শীতে কষ্ট না পায় সে জন্য শেখ হাসিনা নানা পদক্ষেপ নিচ্ছেন। ইতিমধ্যেই খাগড়াছড়ির অনেক গৃহহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন। পর্যায় ক্রমে আরো বাস্তবায়ন হবে বলেও তিনি মন্তব্য করেন ।
এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম