চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার দক্ষিণপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুই হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- দৌলতদিয়ার দক্ষিণপাড়ার মুহিদুল ইসলামের ছেলে আহমেদ ইমন (২৫), একই এলাকার আশরাফ হোসেনের ছেলে আকিব হোসেন (২৪) ও কলিমুদ্দিন বিশ্বাসের ছেলে সম্রাট আলী ওরফে কামরান (২৬)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, অনলাইন জুয়ার আসর বসানো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দৌলতদিয়ার দক্ষিণপাড়ায় অভিযান চালানো হয়। এসময় জুয়ার আসর থেকে তিনজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইলফোন ও দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম