শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী মোছা. হেপি আকতার ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৭ জানুয়ারি বাবার বাড়ি মানুপাড়া গ্রাম থেকে বের হন তিনি। এরপর থেকে তার সন্ধান মেলেনি। তিনি উপজেলার নয়াবিল ইউনিয়নের বাঁধলাকুড়া গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা মো. হেকমত আলী।
পরিবার ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামের হেকমত আলীর মেয়ে হেপি আকতারের সাথে বাঁধলাকুড়া গ্রামের তাজুল ইসলামের বিয়ে হয়। তাদের ঘরে একটি মেয়ে সন্তান হয়। পরে আবার গর্ভবতী হলে হেপি আকতারের মানসিক সমস্যা বেশি দেখা দেয়। এতে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন স্বামী তাজুল ইসলাম। বাবার বাড়িতে হেপি আকতার আরো একটি মেয়ে সন্তানের মা হন।
গত তিন বছর যাবত হেপি আকতার তার বাবার বাড়িতেই থাকেন। কিন্ত ৭ জানুয়ারি সকালে বাবার বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন চলে যান, আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন রবিবার বাবা হেকমত আলী এলাকায় মাইকিং করেও না পেয়ে নালিতাবাড়ী থানায় একটি সাধরণ ডায়রি (জিডি) করেন। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নালিতাবাড়ী থানা অথবা ০১৯৩৭০৯৪৪৪২ বা ০১৭০৮০৯৯৪১০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান পরিবারের সদস্যরা।
হেপি আকতারের ভাই নুরে আলম লিখন বলেন, ১৬ দিন আগে আমার বোন আমাদের বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন হারিয়ে গেছে। আমরা বিভিন্ন যায়গায় খুঁজতেছি।
ইউপি সদস্য মজিবর রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন মহিলাটি তিন বছর যাবৎ তার বাবার বাড়িতে থাকেন। হারিয়ে যাওয়ার খবরটি আমিও জেনেছি। সবাই তার খোঁজাখুঁজি করছে।
নালিতাবাড়ী থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, ওই নারীর বাবা থানায় একটি সাধারণ ডায়রি করেছে। আমরাও বিভিন্ন স্থানে খোঁজ করছি।
বিডি প্রতিদিন/এমআই