হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সিএসই অনুষদের ইসিই বিভাগের আধুনিকায়নকৃত নেটওয়ার্কিং ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
ল্যাবের উদ্বোধন শেষে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান ইসিই ক্লাব অব এইচএসটিইউ আয়োজিত সফটওয়ার এক্সিবিশন অ্যান্ড প্রোগ্রামিং কন্টেস্ট এর উদ্বোধন করেন।
সফটওয়ার এক্সিবিশনে ১৮টি দল এবং প্রোগ্রামিং কন্টেস্টে ২৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
সোমবার সকাল সাড়ে ৯টায় ড. এম. এ. ওয়াজেদ ভবনের ২০৩ নম্বর রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সিএসই অনুষদের সম্মানিত ডিন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. এ.টি.এম. শফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহাবুব হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ