পারিবারিক আনন্দ উপলব্ধি করাতে নেত্রকোনায় সরকারি শিশু পরিবার (এতিমখানা) নিবাসী শিশুদের নিয়ে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয় রবিবার সন্ধ্যায়।
জেলার সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি গ্রামে অবস্থিত শিশু পরিবার কর্তৃপক্ষ এই পিঠা উৎসবের আয়োজন করে নিজ ক্যাম্পাসে। এতে করে নিবাসে থাকা একশত শিশু আনন্দে মাতোয়ারা হয়ে পড়ে। তারা নিজেরাই গান নাচ করে আনন্দ করে। ছোট বড় প্রতিটি শিশু তাদের নিজ পরিবারে থাকার আনন্দ উপলব্ধি করে।
শিশু ওমর ফারুক জানান, তারা নিজেরা হাতে তৈরি করেছে নেত্রকোনা অঞ্চলের প্রায় ২০ রকমের বাহারী পিঠা। একইসাথে হারিয়ে যাওয়া দুধপুলি, পাটি সাপটা, চিতইসহ নানা ধরনের পিঠার সাথে পরিচিতিও হয় তারা। এই পিঠা উৎসব প্রতি বছর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে শিশুদেরকে আনন্দ দিতে এবং পারিবারিক শিক্ষায় বড় করে তুলতে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নিবাসের তত্ত্বাবধায়ক মো. তারেক রহমান। তিনি বলেন, শিশুরা যাতে নিজেদের মনকে ছোট না করে। তারা যেনো পরিবারে আছে, পরিবারের আনন্দে নিজেদের মানসিক বিকাশ ঘটায়। এর জন্যই মূলত এই আয়োজন। গত বছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী চলবে এ উৎসব।
বিডি প্রতিদিন/হিমেল