যশোরে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি।
বুধবার দুপুরে পার্টির যশোর জেলা কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা সভাপতি হারুন অর রশিদ।
এসময় সেখানে যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনুপ কুমার পিন্টু, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সুকান্ত দাস, ছাত্রমৈত্রীর সভাপতি অরুপ মৈত্রী, সাধারণ সম্পাদক শাহীন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যশোর শহর ও পার্শবর্তী এলাকার শতাধিক শীতার্ত মানুষের মাঝে পার্টির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কালাম