বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সরদার নাসির উদ্দিন। আর সাধারণ সম্পাদক হয়েছেন মীর জায়েসী আশরাফি জেমস। বুধবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল জানান, বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক ৯ জন নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। বুধবার সন্ধ্যায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা যুবলীগের সম্মেলন শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে কাউন্সিল অধিবেশনে ২৭৪ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সরদার নাসির উদ্দিনকে সভাপতি ও মীর জায়েসী আশরাফি জেমসকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বাগেরহাট জেলা যুবলীগের নির্বাচিত এই দুই নেতার মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে বাগেরহাট জেলা যুবলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বাগেরহাট জেলা যুবলীগের কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় যুবলীগের দুই প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন ও এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগের দুজন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হোসেন, এস এম কামাল হোসেন, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের এমপি শেখ শারহান নাসের তন্ময় ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই