ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুই দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে এক নারী ট্রেনে কাটা পড়ে এবং অপরজন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহত নারীর নাম আমচি খাতুন (৫৫)। তিনি কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা গ্রামের বাসিন্দা এবং একজন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন। স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। ঘটনার পর যশোর রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
একই দিন সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কাশিপুর সড়কে ঈশ্বরবা-কাশিপুরের মাঝামাঝি এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হন। রুহুল কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত রুহুল দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিনচালিত নসিমনে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ